Covid-19-Bangladesh-করোনা সন্দেহ বা আক্রান্ত হলে - কি করবেন-Global Technology 4u







যাঁদের করোনা হয়েছে নিশ্চিত বা যাঁদের হয়েছে বলে সন্দেহ, ঘরে কীভাবে তাঁদের খেয়াল রাখবেন। তাদের কে কিবাবে রক্ষা করবেন এবং আপনিও রক্ষা পাবেন সে বিষয় নিয়ে কিছু কথা থাকছে এখানে

● দেখতে হবে আক্রান্ত ব্যক্তি যাতে যথেষ্ট বিশ্রাম পান, পুষ্টিকর খাবার খান, প্রচুর পানি আর তরল পান করেন। এবং রোগ প্রতিরোদ ক্ষমতা বৃদ্দি করে এমন খাবার খেতে হবে, রোগিকে হতাস করা যাবে না, তার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করুন। এতে রোগির জন্য ভাল হয় Covid-19-Bangladesh - Global Technology 4u


● একই ঘরে যখন সেবা কাজে, তখন মেডিকেল মাস্ক পরবেন দুজনে। হাত দিয়ে মাস্ক ধরবেন না। নাকে গালে চোকে হাত দদিবেন না। কাজ শেষে মাস্ক ফেলে দেবেন ময়লার ঝুড়িতে। না হয় এতে করে করোনার ঝুকি থাকে Covid-19-Bangladesh - Global Technology 4u

● বারবার হাত ধোবেন সাবান পানি দিয়ে বা স্যানিটাইজার দিয়ে: অসুস্থ ব্যক্তির সংস্পর্শে বা এর চারপাশের সংস্পর্শে এলে খাবার তৈরির আগে, খাবার খেতে বসার আগে ও টয়লেট ব্যবহারের পর।

● রোগির জন্য আলাদা বাসনপত্র, তোয়ালে, বিছানার চাদর, পোশাক, —এসব জিনিস সাবান দিয়ে ধুতে হবে। অসুস্থ ব্যক্তি যা যা হাত দিয়ে স্পর্শ করবেন, সেগুলো বারবার জীবাণু শোধন করুন।

● রোগির অবস্থা খারাপ হলে বা শ্বাসকষ্ট হলে স্বাস্থ্য সেবাকেন্দ্রে কল করুন। তাদের কে জানান Covid-19-Bangladesh - Global Technology 4u

● রোগিকে একটি নিদিষ্ট রোমে রাখার চেষ্টা করুন Covid-19-Bangladesh


● যে এই ভাইরাসে আক্লান্ত হবে বা যাকে সন্দেহ হবে তাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে বলুন, অথবা তার সংযম এরিয়ে ছলুন তাকে বাড়িতে থাকার নির্দেশ দিন Covid-19-Bangladesh
Global Technology 4u

● যে এলাকাই এইটি দরা পরবে সে এলাকাই যাবেন না অথবা যদি আপনার এলাকায় হয় তাহলে যড়ের বাহিরে যাবেন না

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Youtube Channel Image
Global Technology 4u Download This Apps Easy To Use
Download