জন্ম নিবন্ধন যাচাই: জন্ম নিবন্ধন সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন যাচাই

আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন সংশোধন ও জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করবেন এ সম্পর্কিত সব তথ্য একসাথে জানার চেষ্টা করব

জন্ম নিবন্ধন যাচাই

আমরা শুরু করতে চলেছি কিভাবে আপনি জন্ম নিবন্ধন যাচাই করবেন এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি আমাদের পুরো আর্টিকেল ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনি জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড সম্পর্কে জেনে যাবে জেনে যাবে জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি প্রয়োজন হতে পারে ইত্যাদি বিষয় তাকে পরবর্তীতে চলুন শুরু করা যাক

জন্ম নিবন্ধন কি? (Jonmo Nibondhon or Birth Registration)

চলন প্রথমে জেনে নেওয়া যাক জন্ম নিবন্ধন কার্ড কি জন্ম নিবন্ধন কার্ড হল সাধারণত আমরা যেটা বুঝি যে কার্ড এ জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য লিপিবদ্ধ থাকে তাকে সেকার্ড কে বলা হয় জন্ম নিবন্ধন কার্ড 2729 আইনের আওতায় একজন মানুষের নাম একজন মানুষের লিঙ্গ একজন মানুষের জন্মের স্থান তার বাবার নাম তার মায়ের নাম তার জাতীয়তা স্থায়ী ঠিকানা সবকিছু নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা।

এক কথায় বলতে গেলে একটি শিশু জন্মের পর তার সব ঠিকানা সরকারি খাতায় নাম যুক্ত করাকে বলা হয় জন্ম নিবন্ধন আর জন্মদিন সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য যে সনদে থাকে তাকে বলা হয় জন্ম সনদ এতক্ষণে হয়তো আপনার কিলিয়ার ধারণা হয়ে গেছে জন্ম নিবন্ধন সম্পর্কে জন্ম নিবন্ধন কার্ড কি আমরা এখন জানার চেষ্টা করি জন্ম সনদ কি, এবং কি কি কাজে লাগে- জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করবেন তা জানতে আমাদের আর্টিকেল ভালভাবে পড়ুন

জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে

জন্ম নিবন্ধন অনেক কাজে লাগে তার মধ্যে নিম্নলিখিত কাজগুলোতে এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কাজে ণাগে
  • পাসপোর্ট ইস্যু করার সময় কাজে লাগে
  • বিবাহ নিবন্ধন করানুর সময় কাজে লাগে
  • ড্রাইভিং লাইসেন্স ইস্যু করাতে কাজে লাগে
  • ভোটার তালিকা প্রণয়ন
  • ব্যাংক হিসাব খোলার সসময় কাজে কাজে লাগে
  • সরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ এর সময় প্রয়োজন হয়
  • জমি রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে  
  • গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি ক্ষেত্রে
  • টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তি
  • ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে
  • ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে
  • বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তির ক্ষেত্রে
  • গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তির ক্ষেত্রে
  • আমদানী ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে

জন্ম নিবন্ধন সনদ পাওয়ার জন্য এর জন্য কি কি লাগে

জন্ম নিবন্ধন সনদ পাওয়ার জন্য কিছু কাগজপত্র প্রয়োজন হয়। আপনি যদি হাসপাতাল-ক্লিনিকে জন্মগ্রহণ করে থাকলে সেখান থেকে প্রদত্ত সার্টিফিকেট একটি পত্র প্রদান করেন এটি দিয়ে আপনি জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারবেন 

অথবা পাসপোর্ট আইডি কার্ডের ফটোকপি এলাকার জনপ্রতিনিধি নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ব্যবহার করেও আপনি জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারবেন

তবে বেশিরভাগ ক্ষেত্রে এতগুলো কাগজপত্র প্রয়োজন হয়না আপনার বাবা ও মায়ের আইডি কার্ডের ফটোকপি আপনার টিকার কার্ড থাকলেও যেকোনো একটি দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারবেন খুবই সহজে

জন্ম নিবন্ধন যাচাই ও অনলাইন জন্ম নিবন্ধন কপি ডাউনলোড
আপনি আপনার বিভিন্ন ডকুমেন্ট নিয়ে জন্ম নিবন্ধন সংগ্রহ করেছেন এখন আপনার করণীয় হচ্ছে আপনার জন্ম নিবন্ধন এর সত্যতা যাচাই করা সত্যতা যাচাই করতে আপনাকে করা হয়েছে কখনো কম্পিউটারের দোকান কিংবা নিকটস্থ অফিসে যেতে হবে না আপনি আপনার ঘরে থেকে সত্যতা যাচাই করতে পারবেন তার জন্য বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট রয়েছে নিম্নে তা আলোচনা 
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড (jonmo nibondhon online copy download) বা জন্ম নিবন্ধন অনলাইন কপি যাচাই করার নিয়ম নিম্নরুপঃ জন্ম নিবন্ধন যাচাই আমাদের সঙ্গে থাকুন
  • তথ্য ব্যবস্থার এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে Online BRIS ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
  • ওয়েবসাইটটিতে প্রবেশের পর এরকম দেখতে একটি পেজ দেখতে পাবেন
অনলাইন কপি ডাউনলোড কপি ডাউনলোড ওয়েবসাইট
  • আপনার জন্ম নিবন্ধন এর সত্যতা যাচাই করতে হলে প্রথমে খালি বক্সে তার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করবেন তার জন্ম সনদের থাকা 17 ডিজিটের একটি জন্ম নিবন্ধন নম্বর আছে সেটা খালি বক্সে প্রদান করতে হবে
  • এরপর দ্বিতীয় পত্র আপনাকে যার জন্ম নিবন্ধন এর সত্যতা যাচাই করবেন তার জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখটি প্রদান করতে হবে
  • যদি কারো জন্ম তারিখ 2000 সালের জানুয়ারি মাসের 1 তারিখ হয় তবে দ্বিতীয় বক্সটিতে আপনাকে 2000-01-01এভাবে ফিলাপ করতে হবে
  • দুটি বক্স যদি আপনি ভালভাবে ফিলাপ করে ফেলেন তাহলে আপনি ভেরিফাই বাটনে ক্লিক করতে পারেন
  • আপনি যখন ভেরিফাই বাটনে ক্লিক করবেন তখন আপনি যার জন্ম নিবন্ধন কার্ড এর সত্যতা যাচাই করতে চান তার সব তথ্যগুলো স্কিনে প্রদর্শিত হবে
  • প্রদর্শিত তথ্যগুলো সঠিক কিনা আপনি যাচাই করে নিতে পারেন
  • আপনি যখন বাটনে ক্লিক করবেন তখন যদি ম্যাচিং বার্ড রেকর্ড নট ফাউন্ড এটি লেখাটি আসে তখন আপনাকে বুঝতে হবে উল্লিখিত বক্স দুটিতে  জন্ম নিবন্ধন নম্বর অথবা জন্ম তারিখ যেকোনো একটি ভুল দিয়েছেন তখন আপনাকে পুনরায় সঠিকভাবে প্রদান করতে হবে
আপনি যদি উল্লেখিত পদ্ধতিটি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে আপনি য়ার জন্য জন্ম নিবন্ধন যাচাই করতে চেয়েছিলেন তার জন্ম নিবন্ধন এর সকল তথ্য পেয়ে যাবেন জন্ম নিবন্ধন সম্পর্কিত তথ্য সমূহ স্ক্রিনে দেখার পর সবকিছু ঠিক কিনা তা নিশ্চিত করার মাধ্যমে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য একটি ওয়েবসাইট রয়েছে “জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন” জন্ম নিবন্ধন সংশোধনীর ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন এরপর আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন ওয়েবসাইটে প্রবেশের পর দুটি খালি বক্স দেখতে পাবেন।

প্রথম বক্সে জন্ম সনদে থাকা জন্ম নিবন্ধন নম্বর ও দ্বিতীয় বর্ষের আপনার জন্ম সনদ ধাকা জন্মতারিখ প্রদান করতে হবে এক্ষেত্রে আপনি সঠিক ব্যবহার করবেন সঠিকভাবে জন্ম নিবন্ধন নম্বর জন্মতারিখ প্রদান করার পর সে অনুযায়ী সার্ভারে থাকার জন্ম সনদ সম্পর্কিত সব তথ্য দেখতে পারবে

জন্ম নিবন্ধন সংশোধন এর উল্লিখিত ওয়েবসাইটে সঠিক তথ্য দেওয়ার পর জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে। প্রদত্ত তথ্য অনুসরণ করে জন্ম নিবন্ধন সংশোধন এর আবেদন করতে পারবেন। আপনারা এখন পড়তেছেন জন্ম নিবন্ধন যাচাই করা নিয়ে আমাদের আর্টিকেল

জন্ম তথ্য সংশোধনের শর্ত ও নিয়মাবলি

আপনার জন্ম নিবন্ধনের তথ্য গুলো প্রদর্শিত হওয়ার পর ওই তথ্যতে যদি কোন ভুল থাকে তখন সংশোধন করার প্রয়োজন হয় আর সংশোধনের জন্য কিছু নিয়মাবলী প্রয়োজন হয়। যেমনঃ

যদি আপনার পিতা বা মাতার নাম সংশোধন করার প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকলে প্রথমে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এর আবেদন করে তাদের নাম সংশোধন করাতে হবে

আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকলে এবং জন্ম তারিখ ০১/০১/২০০০ এর পূর্বে হলে, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা বা মাতার নাম সংশোধন করা যাবে। সেক্ষেত্রে আপনার পিতা বা মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না তখন আপনি সহজে সংশোধন করতে পারবেন 

আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকলে এবং পিতা বা মাতা মৃত হলে এবং জন্ম তারিখ ০১/০১/২০০০ এর পরে হলে, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় পিতা বা মাতার নাম সংশোধন করা যাবে। সেক্ষেত্রে পিতা বা মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে। জন্ম নিবন্ধন যাচাই সংক্রান্ত তথ্য জানতে আমাদের আর্টিকেল কন্টিনিউ করতে থাকেন আশা করি আপনি জন্ম নিবন্ধন যাচাই সম্পর্কে জেনে যাবে

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন

অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করতে এখানে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশ করুন।
জন্ম নিবন্ধন যাচাই,

আপনার জন্ম নিবন্ধন সনদ আপনি কোন ঠিকানায় থেকে সংগ্রহ করতে চান তা নির্বাচন করুন জন্মস্থান আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করা যাবে পরবর্তী ধাপে প্রদর্শিত সকল তথ্য আপনি সঠিকভাবে পূরণ করুন এভাবে আপনি অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন

অনলাইনে জন্ম নিবন্ধনের জন‌্য আবেদন করতে হলে কিছু নিয়ম আছে

  • অনলাইন জন্ম নিবন্ধন আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন
  • সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তিরত হয়ে যাবে, আবেদনকারীর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না
  • পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাবেন
  • সনদের জন্য ১৫ দিনের মধ্যে উক্ত আবেদন পত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ নিবন্ধক অফিসে যোগাযোগ করতে হবে।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানার ওয়েবসাইট এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন। অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমানে অবস্থা জানতে ওয়েবসাইট এ প্রবেশ করে আবেদনের সময় প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি ও জন্মতারিখ প্রদান করে “দেখুন” চাপলে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। 
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড 
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

জন্ম নিবন্ধন ফরম কোথায় পাওয়া যাবে

আপনার জন্ম নিবন্ধন ফরম কোথায় পাবে আপনি সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয় পেতে পারেন অথবা তাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করাও নিবন্ধন ফরম ডাউনলোড করা যাবে জন্ম নিবন্ধন ফরম ডাউনলোড পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন

জন্ম নিবন্ধন ফি

জন্ম নিবন্ধন সংশোধন এর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফি প্রযোজ্য। জন্ম নিবন্ধন ফি সমুহ নিম্নরুপঃ

বিষয়ফিসের হার
দেশেবিদেশে
জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন 

ফ্রি

 

ফ্রি

জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর হইতে ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে) 

২৫/- টাকা

 

১ মার্কিন ডলার

জন্ম বা মৃত্যুর ৫ (পাঁচ) বৎসর পর কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে) 

৫০/- টাকা

 

১ মার্কিন ডলার

জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি 

১০০/- টাকা

 

২ মার্কিন ডলার

জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি 

৫০/- টাকা

 

১ মার্কিন ডলার

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ 

ফ্রি

 

ফ্রি

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ 

৫০/- টাকা

 

১ মার্কিন ডলার


জন্ম নিবন্ধন যাচাই করতে আমরা অনেক সময় অনেক হয়রানির শিকার হয় - আমরা আমাদের নিটকটস্থ ইউনিয়ন পরিশদে যাই চেক করার জন্য তখন তারা অনেক সময় দেয় আবার অনেক সময় দেয় না 

তারা বলে কম্পিটিটর এর দোকানে যেতে ওভানে তারা চেক করে দিবে - কিন্তু আমাদের এই সামান্য জন্ম নিবন্ধটি চেক করতে তারা টাকা নেয় আমাদের কাছ থেকে।

অথচ আমরা চাইলে আমাদের হাতে থাকা মোবাইল এর মাধ্যমে চেক করতে পারি কোন প্রকার টাকা প্রধান করা চারা সম্পর্ণ ফ্রিতে।

চলুন যেনে নেওয়া যা কিবাবে, কোথায় থেকে চেক করবেন আপনার জন্ম নিবন্ধন কার্ড - তাও আবাে মোবাইলে এর মাধ্যমে 

আপনি ভালবাবে বুঝার জন‌্য ভিডিওটি দেখতে পারেন
 আমাদের শেষ কথা
আজকের পোস্টি কেমন লেগেছে আপনাদের থেকে - আসা করি ভাল লেগেছে -যদি ভাল লাগে তাহলে একটি শেয়াে করো দিন অন্য কেউ যাতে আপনার মতন উপকৃত হতে পারে। ডিজিটাল এই সময়ে সব কিছু ঘরে বসে করা যাই - যদি একটু মাথা খাটাই - তাই চেষ্টা করুন যে কোন কিছু খুজে পাবেন ইন্টানেটে - জন্ম নিবন্ধন যাচাই জন্ম নিবন্ধন অনলাইন কপি সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়েছেন কি যদি পেয়ে থাকেন অথবা যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ''জন্ম নিবন্ধন যাচাই''
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Youtube Channel Image
Global Technology 4u Download This Apps Easy To Use
Download