Sponsor

ADS

ডিজিটাল মার্কেটিং শেখার উপায় (গাইডলাইন, সিলেবাস, ফ্রি কোর্স, এ টু জেড)

ডিজিটাল মার্কেটিং 

ডিজিটাল মার্কেটিং :আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিজিটাল মার্কেটিং এর একটি পরিপূর্ণ গাইড লাইন আপনি যদি আজকের এই আর্টিকেল অফ মনোযোগ সহকারে পড়তে পারেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শেখার উপায় এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাংলাদেশ কেমন । 

ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেমন হবে ডিজিটাল মার্কেটিং করতে গেলে কোথায় ট্রেনিং করব ডিজিটাল মার্কেটিং এ কোন ফ্রী কোর্স রয়েছে কিনা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শেখার উপায় সম্পর্কে ইত্যাদি জানতে পারবেন এককথায় আপনি যদি আজকের এই পোষ্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়তে পারেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর এ টু জেড ধারণা পেয়ে যাবেন। 

ডিজিটাল মার্কেটিং কি

ডিজিটাল মার্কেটিং কি সে সম্পর্কে যদি সংক্ষেপে বলতে চাই তাহলে ডিজিটাল মার্কেটিং বলতে আপনার ব্যবসাকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করার মাধ্যমে প্রচার প্রচারণা করাকে বুঝায় এক কথায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনি আপনার ব্যবসাকে করে বসে মার্কেটিং করতে পারবেন কম খরচে বেশি মার্কেটিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। 

ডিজিটাল মার্কেটিং কি জন্য শিখব?

ডিজিটাল মার্কেটিং আপনি সাধারণত দুটি কারণে শিখতে পারেন প্রথমত হচ্ছে আপনি যদি অনলাইনে আপনার ক্যারিয়ার গঠন করতে চান তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে অনলাইন আপনি আপনার ক্যারিয়ার গঠন করতে পারেন। 

দ্বিতীয়তঃ আপনার যদি কোন ব্যবসা প্রতিষ্ঠানে থেকে থাকে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন কারণ ডিজিটাল মার্কেটিং শেখার ফলে আপনি আপনার ব্যবসাকে আরো অনেক এগিয়ে নিতে পারবেন। 

বেশিরভাগ ব্যবসা ভালো পজিশনে যেতে পারে না এর প্রধান কারণ হচ্ছে মার্কেটিং এর কারণে কারণ মার্কেটিং করতে গেলে অনেক টাকা-পয়সা খরচ হয় তাই প্রথম অবস্থায় একটি ব্যবসা যখন শুরু করা হয় তখন কত টাকা পয়সা দিয়ে মার্কেটিং করাটা একটু সাধ্যের বাহিরে। 

তাই আপনি যদি কম খরচে আপনার ব্যবসাকে মার্কেটিং করে বেশি লাভবান হতে চান তাহলে আপনি অবশ্যই ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন কারণ একমাত্র ডিজিটাল মার্কেটিং এর দ্বারা কম খরচে বেশি মার্কেটিং করা সম্ভব।

ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ

আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি সেও তো আমাদেরকে ক্যারিয়ার হিসেবে এমন কাজ সিলেক্ট করতে হবে যে কাজের চাহিদা বাংলাদেশে রয়েছে অথবা ভবিষ্যতে সে কাজের চাহিদা বৃদ্ধি পাবে এমন কিছু কাজ নিয়ে আমাদেরকে এগোতে হবে।

তাই আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কথা বলতেছি এবং ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর চিন্তা করতেছি। 

তাই আমাদেরকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাংলাদেশ কেমন এবং এর সাহিদা বাংলাদেশে ভবিষ্যতে কতটা বৃদ্ধি পাবে সে সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে।

আমি যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি তাহলে আমি বলব ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাংলাদেশি একসময় তেমন ছিল না কিন্তু বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর সাইডে বাংলাদেশের অনেক এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ভবিষ্যতে বাংলাদেশের দিনদিন বৃদ্ধি পাবে এটা 100 পার্সেন্ট।

কারণ সম্ভবত যাচ্ছে মানুষ অনলাইন এর দিকে ঝুকে পড়ছে । মানুষ তাদের জীবনের কেনাকাটা থেকে শুরু করে সবকিছু এখন অনলাইনে করতে বেশি পছন্দ করে তাই বাংলাদেশের ছোট বড় সব কোম্পানি তাদের পণ্য গুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করার জন্য ডিজিটাল মার্কেটিং করতেছে।

তাই তারা তাদের কোম্পানিগুলোতে অন্যান্য লোকজনের পাশাপাশি যারা ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষ তাদেরকেও নিয়োগ দিচ্ছে এবং দেখা যায় অন্যান্য কর্মীদের থেকে ডিজিটাল মার্কেটের কর্মীর মূল্য অনেক বেশি। 

এবং তার মাসিক বেতনের পরিমাণ অনেক বেশি। সময় যত যাচ্ছে বাংলাদেশ কত বড় কোম্পানি তৈরি হচ্ছে এবং সেই সাথে যত বেশি কোম্পানি তৈরি হবে সে সকল কোম্পানির মার্কেটিং এর জন্য ডিজিটাল মার্কেটার দের সাহিদাও বৃদ্ধি পাচ্ছে। 

ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং

যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি কেবলমাত্র টাকা উপার্জন করার জন্য তাই আমরা ডিজিটাল মার্কেটিং শেখার আগে অবশ্যই জেনে রাখার চেষ্টা করব ডিজিটাল মার্কেটিং ফ্রীলান্সিং জগতে কতটুকু চাহিদা রয়েছে কারণ আমরা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং এবং বিভিন্ন কোম্পানিতে জব করব যেহেতু ডিজিটাল মার্কেটিং শেখার পেছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং করা।

তাই আমরা ডিজিটাল মার্কেটিং শেখার আগে ফ্রীলান্সিং জগতে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার চেষ্টা করব ফ্রীলান্সিং জগতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কতটুকু এবং বর্তমানে চাহিদা কেমন ভবিষ্যতে ফ্রিল্যান্সিং জগতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন হতে পারে সে সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা নিতে হবে।

কারণ আমরা যখন কোন একটা কাজ শিখব সে কাজের পেছনে একটা লক্ষ্য থাকে একটা উদ্দেশ্য থাকে তেমনি ডিজিটাল মার্কেটিং শেখার পেছনে আমাদের একটা উদ্দেশ্য লক্ষ্য রয়েছে তাদের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে ফ্রিল্যান্সিং করা।

আমি ব্যাক্তিগত ভাবে বলতে পারি ফ্রীলান্সিং জগতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বর্তমানে ফ্রীলান্সিং জগতে ডিজিটাল মার্কেটিং এর দাম অনেক বেশি চাড়া ডিজিটাল মার্কেটিং এর উপর বিভিন্ন সার্ভিস প্রদান করে তারা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতেছে।

এবং আমি মনে করি ডিজিটাল মার্কেটিং বর্তমানে যে রকম চাহিদা রয়েছে ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বহুগুণে বৃদ্ধি পাবে তাই আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন।

ডিজিটাল মার্কেটিং গাইডলাইন

আমরা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই তাহলে আমাদেরকে একটা গাইডলাইন এর মধ্য দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। 

একটা প্রবাদ রয়েছে এক লাফে গাছে ওঠা যায় না ঠিক তেমনি আপনি একদিনে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারবেন না তাই আপনাকে ধীরে ধীরে  স্টেপ বাই স্টেপ ডিজিটাল মার্কেটিং শিখে নিতে হবে।

ডিজিটাল মার্কেটিং কিভাবে শেখা যাবে? ডিজিটাল মার্কেটিং দুইটি উপায়ে শিখতে পারবেন একটা উপায় হচ্ছে টাকা খরচ করে এবং আরেকটা উপায় হচ্ছে টাকা খরচ ছাড়া। 

আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখার পেছনে টাকা খরচ করতে চান তাহলে আপনি 5 থেকে 10 হাজার টাকা দিয়ে কোন একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে যেতে পারে বর্তমানে বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে যেখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ট্রেনিং নিয়ে থাকে।

আপনি সেসকল ইনস্টিটিউটে ভর্তি হয়ে ডিজিটাল মার্কেটিং step-by-step শিখে নিতে পারবেন কারণ তারা একদম বিগিনার থেকে এডভান্স লেভেল পর্যন্ত আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাবে। 

আপনি যদি ইন্টারনেট জগতে একদম নতুন হয়ে থাকেন তারপরও আপনি তাদের দেখানো পদক্ষেপ গ্রহণ করলে এবং সে অনুযায়ী প্যাকটিস করলে আশা করি আপনি ডিজিটাল মার্কেটিং এ সফলতা অর্জন করতে পারবেন।

আর আপনি যদি কোন টাকা খরচ চারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে আপনি ইউটিউব এবং গুগলের সাহায্যে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন। 

অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একদম নতুন হয়ে থাকেন তাহলে টাকা খরচ করে ভালো একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে সেখান থেকে ডিজিটাল মার্কেটিং শিখে নেবে কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি প্রথম অবস্থায় এবং গুগলের সাহায্যে তেমন ভালোভাবে শিখতে পারবেন।

লক্ষ্য করুন আপনারা যদি কেউ মন থেকে ডিজিটাল মার্কেটিং শেখার উপায় খুঁজে থাকেন তাহলে আমাদের নিচে দেওয়া রোডম্যাপ গুলো ভালোভাবে শিখে নেবেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছুই জেনে যাবে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ

ডিজিটাল মার্কেটিং সিলেবাস

আমরা আপনাদের সুবিধার জন্য ডিজিটাল মার্কেটিং সিলেবাস দিয়ে দিয়েছে ডিজিটাল মার্কেটিং এর আরো কিছু সিলেবাস রয়েছে তবে আমরা যেগুলো দিয়েছি আপনি যদি সেগুলো ভালোভাবে শিখিয়ে নিতে পারেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন অনেক ভালোভাবে

Digital Marketing ডিজিটাল মার্কেটিং এ টু জেড

SEM (Search Engine Marketing)

SEM covers all paid search advertising, which includes:

  • PPC/CPC.
  • Retargeting.
  • Geotargeting.
  • Mobile search advertising.
  • Enhanced campaigns.
  • AdWords.
  • Bing Ads.
  • Product Listing Ads (PLAs) for e-commerce/ Google Shopping
  • SEO (Search Engine Optimisation)

SEO types are:

  • Technical SEO.
  • On-Page SEO.
  • Content SEO.
  • Off-Page SEO.
  • Local SEO.
  • Mobile SEO.
  • eCommerce SEO.
  • PPC (Pay-per-click)

What types of PPC are there?

  • Search advertising.
  • Display advertising.
  • Social media advertising.
  • Remarketing.
  • Sequential remarketing.
  • Google Shopping

SMM (Social Media Marketing)

  • The Different Types Of Social Media Platforms To Serve Ads:
  • Social networking (Facebook, LinkedIn, Google+).
  • Microblogging (Twitter, Tumblr).
  • Photo sharing (Instagram, Snapchat, Pinterest).
  • Video sharing (YouTube, Facebook Live, Periscope, Vimeo)
  • Content Marketing

Types of Content Marketing

  • Blogging
  • Video
  • Podcasting
  • Infographics
  • Email
  • Visual content
  • Ebooks
  • Lead magnets
  • Whitepapers
  • Slideshare presentations
  • Quizzes/tools
  • Checklists
  • Courses
  • Webinars
  • Slide decks
  • Free apps
  • Social media posts
  • Email Marketing

Types Of Email Marketing You Should Be Sending. 

  • Welcome Emails
  • Email Newsletters
  • Dedicated Emails
  • Lead Nurturing Emails
  • transactional Emails
  • sponsorship Emails
  • Re-Engagement Emails

  1. Influencer / Affiliate Marketing
  2. Viral Marketing
  3. Radio Advertising
  4. Television Advertising
  5. Mobile Advertising

ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা

আপনি এখন অনলাইনে হাজার হাজার ডিজিটাল মার্কেটিং কোর্স পেয়ে যাবেন যেকোর্সগুলো ল্যাঙ্গুয়েজ বাংলা আপনি যদি টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখন শেখানো আপনাকে বাংলাতে শেখানো হবে এখন আপনি ইউটিউব এবং গুগোল এ অনেক ডিজিটাল মার্কেটিং বাংলা কোর্স পেয়ে যাবেন যেগুলো থেকে আপনি খুব সহজে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

ad

ad

Sponsor